অনীহা
এই তো বেশ আছি
তোমাকে ভুলে
এখন আমার কষ্ট নেই
যন্ত্রণা নেই
হতাশা নেই
নির্ভেজাল শুধু আমি।
স্বপ্নের রং নানা ধরনের
জীবনের মুহূর্তগুলো
এলোমেলো।
সংশয় তোমায় নিয়ে
কোথায় রাখবো?
কী করে চলবে?
অস্তিত্বহীন গন্তব্যে
নিরাপত্তা নেই
সচেতনতা নেই
শুধু খবরদারি
হাঁটে ঘাটে মৃত্যুর দূত
বেদনায় প্রাণ আপ্লুত
অন্য রকম জীবন নয়
জীবন হাসে জীবনকে নিয়ে
সুখে ছিলাম,
রাত ছিল রাতের মত
দিন ছিল দিনের মত
সব ছিল ঠিক
ভুল আমার অতি বিশ্বাস
কুরে কুরে খাচ্ছে অহনিশ।
ভুলে থাকা ভুলে যাওয়া
সময়ের ব্যস্ততায়,
সোনালী আসর ভেঙে যায়
বিষাদের কালো আধারে,
মোহ কেটে যায়
ঘোর কাটলে
মাটি পুড়ে ইট হয়
তাপে উত্তাপে।
ভুলে থাকা যায়
সবকিছু,
চরম অবহেলায়।
জীবন চলছে
কোন পরিবর্তন নেই
তোমার আমার অভিমানে।
প্রতিটি দিন আসে যায়
কেউ তাকায় না
কেউ হাসায় না
আছি,বেশ আছি
সত্যি, বিশ্বাস করো
ভালো আছি,
ঝামেলাহীন নিঃসঙ্গ একাকী,
কোনো কৈফিয়ত নেই
কোনো জবাব নেই,
সত্যি, জীবন এমন হয়
বাস্তবতায় আর মরীচিকায়।