Posts

কবিতা

শূন্যতার পথিক

August 11, 2025

Freelancer Wahid

63
View

কখনো মনে হয় জীবনটা শূন্য,
আলোর আকাশ ঢেকে দেয় ধূসর বর্ণ।
চেনা শহর হয়ে ওঠে অচেনা গ্রাম,
মায়ার বাঁধন ছিঁড়ে যায় অবিরাম।

হাজার মানুষের মাঝে আমি একা,
শব্দের ভিড়ে নেই ডাকার রেখা।
কলমের কালি শুকিয়ে যায় হঠাৎ,
ভাবনার নদী হয় মরুভূমির মত।

চেনা মুখগুলো ফিরিয়ে নেয় চোখ,
বুকের ভেতর জমে যায় নিরালার শোক।
আকাশের তারা নিভে যায় ধীরে,
পৃথিবীর বুক হয় নির্জন তীরে।

দূরে শোনা যায় শিশুর কান্নাধ্বনি,
কেউ শোনে না তার ব্যথার বাণী।
হৃদয়হীন সময় ছুটে যায় বেপরোয়া,
ভালোবাসা যেন ভুলে গেছে দুনিয়া।

তবু মনে আশা, আলো ফিরবে একদিন,
জীবন ভরবে নতুন রঙিন প্রহর বিন্দু বিন্দু দিন।
শূন্যতা ভেঙে উঠবে গানের সুর,
মানবতার পথে চলবে ভোর-দুপুর।

Comments

    Please login to post comment. Login