নাইমা অফিস থেকে খুশি আবার মনে কষ্ট দুয়ের মিশেল নিয়ে বেড় হলো। গাড়ির কাছে এসে ড্রাইভার কে বলে
-- সপিংমলে চল।
ড্রাইভার চালাচ্ছে, হঠাৎ রাস্তায় উটকো ঝামেলা বেঁধে গেল। ডান দিকের গাড়ি গুলো চলে যাচ্ছে বাঁ দিক জ্যাম। নাইমা ড্রাইভার কে জিজ্ঞেস করে
-- কি হলো জ্যাম?
-- জ্যাম না ম্যাডাম সামনে একটা গাড়ি ব্রেক করে দাঁড়িয়ে রয়েছে। পরে গাড়িটি চলতে থাকে নাইমার গাড়িও পেছন পেছন যায়। নাইমা রেগে ড্রাইভার কে জিজ্ঞেস করে
-- আবুল কি হয়েছিলো রে?
-- ম্যাডাম একটি কুকুর আহত হয়ে রাস্তায় এগোতে পারছিলো না তাই ড্রাইভার কুকুর পার হওয়া অবধি দেরি করলো।
-- এর জন্য ডময় নষ্ট করে? পাগল নাকি ড্রাইভার?
-- কি জানি? পাগলই হয়তো।
-- তুই হলে কি করতি? আমি হলে মেরে দিয়ে চলে যেতাম।
--একটা কাজ কর। ওই গাড়ির না্ম্বারটা লিখে নে থানায় ওর নামে থানায় অভিযোগ লিখে দেবো সময় নষ্ট করার জন্য। বুঝুক ঠেলাকাছের একটি থানায় গিয়ে নাইমা ওই গাড়ির নাম্বারে কেস করে।
রাতে থানা থেকে ফোন আসে আলাউদ্দিন আলীর কাছে। আপনার গাড়ির নামে কেস আছে।