Posts

কবিতা

অন্তর মন্ত্র

August 11, 2025

Milu Aman

141
View

জীবন এক মঞ্চনাটকের গোল্ডেন জুবলি,
একঘেয়ে মন্ত্রের অবিরাম প্রতিধ্বনি।

বৃষ্টি নামে, বাতাস বয়,
সূর্য ওঠে, অস্ত যায়।
নতুন দিন আসে, 
পুরোনো দিন হারিয়ে যায়।
প্রকৃতির নিয়ম চলে আপন গতিতে।

দিন কেটে যায়, 
অথচ সময় থমকে থাকে।
আলোটা অনুভব করতে পারি না, 
সবকিছু ধোঁয়াটে।

ক্রমেই যেন জলের নিচে তলিয়ে যাচ্ছি, 
শ্বাস নিতে ভুলে যাই, তবু বেঁচে আছি।
ফুসফুস হার মানে, কিন্তু হৃদয় থামে না,
কষ্টগুলো কেমন স্পষ্ট শোনায়।

আমি জানি,
সময় আমার পাশে নেই,
দিন যায় দিন আসে,
এ যেন এক অন্তহীন যাত্রা।

ক্লান্তি আসে, অবসাদ জড়িয়ে ধরে,
তবুও দিন ফুরোতে চায় না।
নির্ঘুম বিছানায় অপলক চেয়ে থাকি,
শূন্য দৃষ্টি সিলিং ফ্যানে আটকে থাকে।

নিয়ন্ত্রণ হারাচ্ছি, সবকিছু কেমন এলোমেলো,
ধীরে ধীরে সময় যেন ফসকে যাচ্ছে।
যখন চারপাশে কেউ থাকে না
নিঃশব্দতা যেন আরও জোরে চিৎকার করে।

Comments

    Please login to post comment. Login