Posts

কবিতা

ব্যার্থ ভালোবাসা (Premium)

August 12, 2025

অনন্ত

Original Author অনন্ত

0
sold
কবিতা : ব্যার্থ ভালোবাসা
লেখক: অনন্ত

তোমার ওই কাজল মাখা
চোখে যখন তুমি দেখো আমাকে;
একটা রক্ত মাখা তীর
এসে গেঁথে পড়ে এ বুকে।

কেমনে বলি আমি
তোমায় ভালোবাসি;
কষ্টের দাবানলে পড়ে থাকা পাগলের
ভালোবাসা দেখে আমি একাই হাসি।

যে নাকি অন্যের পায়ে দাঁড়িয়ে
আছে একটি মাত্র আশায়;
সে নাকি একদিন নিজের পায়ে
দাঁড়াবে সেদিনের ভরসায়।

কিছু চাওয়া কিছু
পাওয়া বিধাতার দান;
ভালোবাসাও বিধাতারই
একরকম প্রদান।

ইচ্ছে করলেই যদি আমি
তারে ভুলিতে পারিতাম;
তবে মোরা এই জাতি সবে
এই ফুল ছেড়ে ওই ফুলে যেতাম।

দুদিনের মেলামেশা আর
হাসিকেই বলে না ভালোবাসা;
স্বার্থের জন্য কাছে আসা
ওটাকে বলে কালো আশা।

একদিন তুমি আসিবে
ঠিকই মোর কাছে ফিরে;
যেদিন সব ভ্রমর তোমার
শূন্য ফুলকে ছেড়ে চলে যাবে উড়ে।

এই পাগলের মুখে
মানায় না ভালোবাসা শব্দটি;
এই পাগলতো ভবিষ্যৎ
ছাড়া আর কিছুই দেখেনি।

এক স্বপ্ন গড়তে গিয়ে
ভাঙ্গে আরেক আশা;
এরই নাম ব্যর্থ ভালোবাসা....

This is a premium post.

Comments

    Please login to post comment. Login