Posts

গল্প

বাংলাদেশের ঐতিহাসিক সত্য ঘটনা

August 12, 2025

liya lili

Translated by Liya

95
View

২০১৮ সালের দিকে নওগাঁ জেলার একজন সাধারণ কৃষক শাহাবুদ্দিন খবর পেলেন যে তাঁর ছেলে ঢাকায় ভর্তি পরীক্ষায় অংশ নেবে। সমস্যা হলো—তাঁর কাছে পর্যাপ্ত টাকা নেই বাসে যাওয়ার জন্য।

ছেলেকে হতাশ না করে তিনি নিজের পুরোনো সাইকেল নিয়ে রওনা দিলেন নওগাঁ থেকে ঢাকার পথে। প্রায় ২২০ কিলোমিটারের এই পথ তিনি টানা দুই দিনে সাইকেল চালিয়ে পাড়ি দেন। রাস্তায় তিনি অনেকেই তাঁকে থামিয়ে জিজ্ঞেস করেছেন—“আপনি এতদূর যাচ্ছেন কেন?” তিনি হাসি দিয়ে বলেছেন—“আমার ছেলের স্বপ্নের জন্য।”

ঢাকায় পৌঁছে তিনি ক্লান্ত শরীরে ছেলেকে ভর্তি পরীক্ষার হলে পৌঁছে দেন। তাঁর এই আত্মত্যাগের খবর পরে স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়, যা অনেক মানুষকে অনুপ্রাণিত করে যে স্বপ্নের জন্য ত্যাগ আর ভালোবাসা কত বড় শক্তি হতে পারে।

Comments

    Please login to post comment. Login