২০১৮ সালের দিকে নওগাঁ জেলার একজন সাধারণ কৃষক শাহাবুদ্দিন খবর পেলেন যে তাঁর ছেলে ঢাকায় ভর্তি পরীক্ষায় অংশ নেবে। সমস্যা হলো—তাঁর কাছে পর্যাপ্ত টাকা নেই বাসে যাওয়ার জন্য।
ছেলেকে হতাশ না করে তিনি নিজের পুরোনো সাইকেল নিয়ে রওনা দিলেন নওগাঁ থেকে ঢাকার পথে। প্রায় ২২০ কিলোমিটারের এই পথ তিনি টানা দুই দিনে সাইকেল চালিয়ে পাড়ি দেন। রাস্তায় তিনি অনেকেই তাঁকে থামিয়ে জিজ্ঞেস করেছেন—“আপনি এতদূর যাচ্ছেন কেন?” তিনি হাসি দিয়ে বলেছেন—“আমার ছেলের স্বপ্নের জন্য।”