নীলান্জনার ফিরে আসা
অমল সরকার
চুয়াল্লিশ পর্ব
মিনু অভিমানে রাগে দাদাকে ঠকাতে মুখ থেকে নীলান্জনার নাম বলে পেলায় ঘটে বিপত্তি। বাবা নগেন্দ্রনাথ মিনুকে জিজ্ঞেস করে
-- এই মিনু নীলান্জনা কে রেৃ মিনু দেখলো সমুহ বিপদ রাগের বসে বলে পেললাম এখন তো সামাল দিতেই হয়। প্রসঙ্গ বদলে বলে
-- কই নাতো নীলান্জনা আবার কে?
-- কে মানে? তুই কেবলই বললি।
-- আমি! আমি নীলান্জনা নামে তো কাউকে চিনি না বাবা। আমি এমনি উপন্যাসের নায়িকার কথা দাদাকে বললাম। মিনু কৌশল করে বাবার হাত থেকে বাঁচলেও হাফ ছেড়ে বাঁচে হিমাদ্রি। তবে বাবার মন থেকে রেহাই পায় না। নগেন্দ্রনাথ মনে মনে বলে কি নাম বললো নীলান্জনা। খুব সুন্দর নাম মেয়েটির। খোঁজ নিতে হবে কে এই নীলান্জনা। মা হিমাদ্রি কে আর কয়টা ভাত দিতে চায় হিমু মিনুর মুখে নীলান্জনা বলায় খুব লজ্জা পেয়েছে। মা ভাত সাধলেও মুখে কোন কথা না বলে বাঁহাত দিয়ে নিষেধ করে। বাবা খাওয়া শেষ করে উঠে যায়। হিমাদ্রি ও খাওয়া শেষ করে উঠে যায়। মিনু ছোট বেলা থেকেই খেতে বসে আগে ওঠে পরে। এজন্য সবাই ওকে কথা শোনায় মা মিনুকে বলে ভাত নিবি আর?
-- উ্হুঁ।আমি এই কয়টাই পারছি না। মা দেবিকা মিনুকে আদর করে মাথার চুলে হাত দিয়ে মুখের কাছে তুই রাগ করেছিস মা মনি। দেখ সংসারে মেয়েদের চাইতে ছেলেদের অধিকার টা একটু বেশিই থাকো। তাছাড়া আমরা তো এখন হিমুর কামাইয়ের টাকাও খাই। তাই ওকে একটু আদর বেশিই করি।
60
View
Comments
-
Omol Sarkar 3 months ago
নীলার সাথে দেখা হবে তো?