বনানী থানায় নাইমা গতকালকে একটি অভিযোগ দায়ের করেছিলো একটি প্রাইভেট কারের নাম্বারে। ওই গাড়িটি অফিস থেকে পুলিশ জব্দ করে থানায় নিয়ে এসেছে। পুলিশ তদন্তের সুবিধার্থে নাইমা কোম্পানির ম্যানেজারকে তলব করে। শাওন আসে থানায়। ওসি সাহেব শাওনকে বললেন
-- দামী গাড়ি রোডে চালান দেখে শুনে চালাতে পারেন না? শাওনের রাগ হলেও তা চেঁপে রেখে ওসি সাহেব কে বললেন
-- িক বলছেন ওসি সাহেব আমার গাড়ি কি দূর্ঘটনা ঘটিয়েছে? বা কাউকে চাঁপা দিয়েছে? অথবা সড়ক বিধি লঙ্ঘন করেছে? আর না হয়তো গাড়ির কাগজপত্র ঠিক নাই? এর মধ্যে কোন বেআইনি হয়েছে যে আমার গাড়ি জব্দ করতে হলো আপনার।
-- দেখেন শাওন সাহেব আমরা আইনের রক্ষক। আমাদের কাছে কেউ অভিযোগ দায়ের করলে আমরা আইনের পথে পরিচালনা করে থাকি। আপনি যে প্রশ্ন গুলো করলেন এর কোনটাই আপনার গাড়ি করে নাই। তবু আমরা প্রাথমিক তদন্তের সার্থে গাড়টি পুলিশ হেফাজতে রেখেছিলাম। এখন কথা হচ্ছে আপনার গাড়ির মানে আপনি যে হেতু ওই গাড়ির
কোম্পানির ম্যানেজার তাই বলছি আপনি যে দোষ গুলোর কথা বললেন তার কোনটাই করেন নি।