Posts

পোস্ট

শৈশবের স্মৃতি

August 12, 2025

আলোর খুজে

66
View

আমি সেই দিনটির কথা খুব সহজেই মনে করতে পারে,দিনটি ছিল আমার শিক্ষা জীবনের প্রথম দিন।অন‍্য সবার মতো আমার শিক্ষা জীবন শুরু হয়নি।আমি তখন ব্রাক এর প্রতিষ্ঠত একটি স্কুল এ ভর্তি হই। আমার মনে পরে আমাকে ভর্তি জন্য আমার বন্ধুরা আমাকে নিয়ে গিয়েছিল। আমার বাবা আমি ছোট থাকতেই আমাকে রেখে দুনিয়া থেকে বিদায় নেয়।আমার মা ও শিক্ষত ছিল না যার ফলে শিক্ষা সম্পর্কে তার কোন ধারনাও ছিল না। তাই আমি একাই ভর্তি হই,আর ভর্তি বলতে শুধু নাম লেখা শেষ ভর্তি। কিন্তু দ্বিতীয় দিন ঘটে অন্য কিছু,,,,,,

Comments

    Please login to post comment. Login