আমি সেই দিনটির কথা খুব সহজেই মনে করতে পারে,দিনটি ছিল আমার শিক্ষা জীবনের প্রথম দিন।অন্য সবার মতো আমার শিক্ষা জীবন শুরু হয়নি।আমি তখন ব্রাক এর প্রতিষ্ঠত একটি স্কুল এ ভর্তি হই। আমার মনে পরে আমাকে ভর্তি জন্য আমার বন্ধুরা আমাকে নিয়ে গিয়েছিল। আমার বাবা আমি ছোট থাকতেই আমাকে রেখে দুনিয়া থেকে বিদায় নেয়।আমার মা ও শিক্ষত ছিল না যার ফলে শিক্ষা সম্পর্কে তার কোন ধারনাও ছিল না। তাই আমি একাই ভর্তি হই,আর ভর্তি বলতে শুধু নাম লেখা শেষ ভর্তি। কিন্তু দ্বিতীয় দিন ঘটে অন্য কিছু,,,,,,