শেষ চিঠি
রাত বারোটা পেরিয়ে গেছে। ঘরের সব বাতি নিভে আছে, শুধু জানালার পাশে রাখা ছোট্ট টেবিল ল্যাম্পটা জ্বলছে।
নিশি কাগজে কিছু লিখছে—শব্দগুলো যেন কাঁপা কাঁপা হাতে নেমে আসছে, আর চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ে ভিজে যাচ্ছে সাদা পাতাটা।
"তুমি ভালো থেকো, রাহাত…"
এই লাইনটা লিখে নিশি থেমে গেল। কতদিন পর কলম হাতে নিয়েছে সে, তাও রাহাতের জন্য শেষবার।
দুই বছর আগের রোদেলা দুপুরটা মনে পড়ছে—যেদিন প্রথম রাহাত বলেছিল,
"তুমি না থাকলে আমি বাঁচবো না"
আর আজ? রাহাত আছে, বেঁচে আছে, কিন্তু নিশি নেই… অন্তত রাহাতের জীবনে নেই।
চিঠিটা ভাঁজ করে খামে ভরে, নিশি ধীরে ধীরে দরজা খুলে বাইরে গেল।
ডাকবাক্সে চিঠিটা ফেলে দিয়ে আকাশের দিকে তাকালো—পূর্ণিমার চাঁদটা যেন আজ তার জন্যও কাঁদছে।
এটাই ছিল নিশির শেষ চিঠি… যার উত্তর কোনোদিন আসবে না।
( গল্প টি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন! )