Posts

কবিতা

গোল পৃথিবীটা গোল্লায় যাক (Premium)

May 31, 2024

Md. Muniruzzaman Basunia

গোল পৃথিবীটা গোল্লায় যাক
মিনার বসুনীয়া

চাকঘর জানে দেহের ভেতর মনের কোনো অস্তিত্ব নেই!

মাছের ডিম পৃথিবীর শ্রেষ্ঠ মুখরোচক খাবার।
সেদ্ধ ডিমও হঠাৎ কথা বলে ওঠে নাস্তার টেবিলে-
এই গ্রহে আসার বড় আশা ছিল তার!

হাজারো প্রাণের কান্না শুনি কর্পোরেশনের ট্রাকে।
প্রমাণিত সত্য-
জন্মনিরোধক বড়ি আনবিক বোমার থেকেও শক্তিধর!
তারা ভাবতো, পৃথিবীতে আসা অনেক বেশী সুখকর !

কেজি দরে জীবন বিক্রি হয় আড়তে আড়তে।

মোরগের পা যখন দাঁতের ফাঁকে পিষ্ট হয়
ঠিক তখনই গায়েবী আওয়াজ-
বাতাসে ভাসছিল রাত ভাঙানোর গান।

বরফের বাক্সে মৃত মাছের করুণ আর্তনাদ!
গায়ে লেগে আছে মমতাময়ী নদীর গন্ধ-

চাকঘর জানে দেহের ভেতর মনের কোনো অস্তিত্ব নেই।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login