দিনের শুরু কখোন শুধু রাতই জানে
মা বলেছিলো বাচা তুই ভোরে সূর্য
ওঠার আগে জন্ম গ্রহণ করেছিলি।
মার মুখের সেই দিনের কথাই
আমার কাছে জীবনের বর্ষপঞ্জি।
কতো হিসেব কতো লেখা যোখা
সবই যেন এক একটি হিসাবের খাতস
আর সব কিছুই তো জীবন হালখাতা
দৈনন্দিন খাতা খুলি একটু হাসি
অথবা একটু মন খুলে দীর্ঘশ্বাশ নয়তো
মনের কষ্টের রাজ্যে আশ্রয় গ্রহন
অথবা বিরোধী মনটাকে ঘৃক্কার দেয়া।
এখন প্রতি বছর মববর্ষ আসে আর যায়
আমার জীবনের খোলা খাতার পাতা গুলো
আস্তে আস্তে ফুরিয়ে আসে লাল ফিতায়।