Posts

কবিতা

ভূদৃশ্য

May 31, 2024

তানভীর হক

363
View

পোড়া মাটির তামাটে জমিন 
আল জেগে আছে
হিমঋতু নয় তবু কুয়াশা 
ধরা ছেয়ে গেছে  

শূন্যতার মূক অতীত খুঁড়ে 
তাজা শ্লোক আবাদ
চুম্বক ঠোঁটের আশ্রয়ে তবু 
চুকে নাকো বিবাদ 

আকাশে মুক্ত বিহঙ্গের মতো 
সফেদ মেঘ উড়ে
শেষ বিকেলের রোদের আভা 
নীল দিগন্ত জুড়ে

সুদৃশ্য কাঁচঘরে পড়ে আছে 
নির্জন ঘুমন্ত জলাভূমি 
হল্লার আড়ে নতুন পর্দায়
পুরোনো সিনেমা প্রদর্শনী 

স্বরমঙ্গলার জলে ডুবে গেছে 
সাধের ময়ূরপঙ্খী নাও  
পড়ো জনপদের সকল স্বপ্ন 
তবুও হয়নিকো উধাও

Comments

    Please login to post comment. Login