পোড়া মাটির তামাটে জমিন
আল জেগে আছে
হিমঋতু নয় তবু কুয়াশা
ধরা ছেয়ে গেছে
শূন্যতার মূক অতীত খুঁড়ে
তাজা শ্লোক আবাদ
চুম্বক ঠোঁটের আশ্রয়ে তবু
চুকে নাকো বিবাদ
আকাশে মুক্ত বিহঙ্গের মতো
সফেদ মেঘ উড়ে
শেষ বিকেলের রোদের আভা
নীল দিগন্ত জুড়ে
সুদৃশ্য কাঁচঘরে পড়ে আছে
নির্জন ঘুমন্ত জলাভূমি
হল্লার আড়ে নতুন পর্দায়
পুরোনো সিনেমা প্রদর্শনী
স্বরমঙ্গলার জলে ডুবে গেছে
সাধের ময়ূরপঙ্খী নাও
পড়ো জনপদের সকল স্বপ্ন
তবুও হয়নিকো উধাও
345
View