শিমু আজকে সকালে ঘুম থেকে উটতে একটু দেরি করেছে কারণ আজ শুক্রবার দোকান খুলার খুব একটা তাড়া নেই। তাই একটু বই নিয়ে পড়তে বসল যদিও পড়ালেখার খুব একটা সময় নেই। মায়া বেগম ডাকছে মেয়েকে খেয়ে কাজে যাওয়ার জন্য দোকানের কিছু জিনিস কিনতে হবে শিমু ও আর দেড়ি করল না উঠে পড়ল বইটা রেখে যেখানে পেটের ক্ষুদা মিটে না সেখানে
পড়ালেখা তো বিলাসিতা।