..............
টিনের ছাদ দেয়া ঘরটি ঠায় দাড়িয়ে
একহাত উচু মাটির ভিটার উপড়।
জড়াজীর্ন অযত্ন আর অবহেলায়।
এটা ছিল সপ্নবিলাস, কল্পনা বিলাস,
ইচ্ছা পুরুন বিলাস ও কত কি।
১৯৭২ সালে বাবা মায়ের মাধ্যমে প্রথম দেখা
কথা হয়নি লজ্জা ও সংকোচ বোধে,
বিবাহ পরবর্তী কথাই শেষ হয় না।
১৯৭৫ সালে প্রথম সন্তান 'পরী
তারই আগে বাবার থেকে উপহার পাওয়া জমিতে এই সপ্ন বিলাস।
কত আনন্দ সুখ দুঃখ এর সারথী
এখনো দাঁড়িয়ে আছে ঠায়।
পরীর মায়ের নিজ হাতে লাগানো বড়ুই গাছটি একসময় বড় হয়ে যায়
সাথে নারকেল ও পেঁপে গাছটিও,
ফল খাওয়ার আশা সার্থক।
সময়ের সাথে জীবন থমকে যেতে চায়
পরীর মায়ের সেবায় ও ডাক্তার পথ্যে সুস্থ হয়ে উঠি।
আবার কল্পনা বিলাসের কল্পনাগুলে জাগ্রত হয়
কিন্তু চিন্তার ভাজ বেড়ে যায়।
যার আমাকে সুস্থ রাখার আপ্রান চেষ্টা
সে-ই একসময় নিয়তির কাছে হেরে যায়,
আমার চেস্টাকে ব্যর্থ করে দিয়ে।
একা আমি আর সপ্ন বিলাস
এখনো দাঁড়িয়ে আছি ঠায়।
সাথে দাড়িয়ে আছে গাছগুলো
আর বলছে, আমরা আছিতো
'পরীর, মায়ের স্মৃতি হয়ে।'
........ ধন্যবাদ....