অফিসে বসে এক মনে কাজ করে যাচ্ছিলো ম্যানেজার শাওন। মালিক এমডি আলাউদ্দিন আলী
ফোনে কথা বলছিলো। হঠাৎ অপর প্রান্ত থেকে বলা হয়, হ্যালো আমি সিঙ্গাপুর থেকে সাইনিং কোম্পানির ম্যানেরজার বলছি। আলাউদ্দিন আলী বললেন হ্যাঁ আমি নাইমা কোম্পানির এমডি আলাউদ্দিন আলী বলছি। বলুন কি বলতে চান? অপর প্রান্ত থেকে বলা হয় আপনারা যে একহাজার কোটি টাকার প্রজেক্ট সাবমিট করেছেন ওই প্রজেক্ট টি আমাদের ডাইনিং কোম্পানি এপ্রুভ করেছে। চমকে ওঠে আলাউদ্দিন আলী। কি শুনছি কোম্পানির নাম ভুল বলছেনাতো।
আলাউদ্দিন আলী আবার জিজ্ঞেস করে কি কোম্পানির নাম বললেন? নাইমা, নাইমা। আপনার কোম্পানিকে ওই কাজ গুলো বুঝে নিতে বলা হলো। ফোনের বাইরে থেকে আলাউদ্দিন আলী শাওনকে জিজ্ঞেস করে কোন ইন্টার ন্যাশনাল প্রজেক্ট আমাদের কোম্পানি থেকে সাবমিট করা হয়েছে কি না? শাওন বললো হ্যা্ স্যার আমি অনলাইনে এ্যাডমা দেখে আমাদের কোম্পানির নামে একটি পি পি তৈরি করে সেন্ট করেছিলাম। কেন কি হয়েছে স্যার কোন সমস্যা?
-- সমস্যা কি বলছো ওই পি পিই সাইনিং কোম্পানি একসেপ্ট করেছে।
-- তাই নাকি স্যার। তাহলে তো ভালোই হলো।
-+ শুধু কি ভালো ওরা অতিদ্রুত কাজ বুঝে নিতে বলেছে। প্রথম প্রেমেন্ট আড়াই শ কোটি টাকা পে করবে। চলবে