নতুন একটি উপন্যাস প্রকাশের ঘোষণা দিয়েছেন বুকারজয়ী মার্কিন লেখক জর্জ সন্ডার্স। প্রকাশনা সংস্থা র্যান্ডম হাউস সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 'ভিজিল' নামের এই উপন্যাসটি আগামি বছর প্রকাশিত হবে।
'ভিজিল' সন্ডার্সের দ্বিতীয় উপন্যাস। এই বইতে জীবন এবং মৃত্যুর মাঝামাঝি সময়ের কাহিনী বর্ণনা করা হয়েছে। তেল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা কে.জে. বুন এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। তার মৃত্যুশয্যা, নৈতিকতা এবং ভালো ও মন্দের বিচারকে ঘিরে একটি গল্প রচনা করেছেন লেখক।
সন্ডার্স, ১৯৯৬ সালে ‘সিভিলওয়ারল্যান্ড ইন ব্যাড ডিক্লাইন’ গল্প সংকলনের মাধ্যমে সাহিত্যে জগতে আত্মপ্রকাশ করেন। এর আগে তিনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছিলেন। এরপর তিনি ‘পাস্তোরালিয়া’, ‘ইন পারসুয়েশন নেশন’ এবং ‘টেন্থ অব ডিসেম্বর’ সহ আরও বেশ কয়েকটি গল্প সংকলন প্রকাশ করেন।
এদিকে ২০১৭ সালে ৬৬ বছর বয়সী এই মার্কিন লেখক ‘লিংকন ইন দ্য বার্ডো’ উপন্যাসের জন্য বুকার প্রাইজ জিতেছিলেন। এটি তার প্রথম উপন্যাস ছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের তৃতীয় ছেলের অসুস্থতা এবং মৃত্যু দ্বারা অনুপ্রাণিত হয়ে এই বইটি লিখেছিলেন তিনি।
উল্লেখ্য, 'ভিজিল' ২০২৬ সালের ২৭ জানুয়ারি প্রকাশিত হবে বলে জানা গেছে।
সূত্র: কিরকাস