আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের ৫টি গুণ
.
প্রতিটি মুমিনের হৃদয় আল্লাহর ভালোবাসার জন্য ব্যাকুল হয়ে থাকে। আল্লাহর ভালোবাসা মানে শুধু দুনিয়ার শান্তিই নয়, আখিরাতের সফলতার নিশ্চয়তা। আল্লাহ সুবহানাহু ওতায়ালা কি কাউকে এমনিই ভালোবাসেন? না। কুরআন ও হাদীসে কিছু গুণের অধিকারী মানুষকে আল্লাহ স্পষ্টভাবে “ভালোবাসেন” বলেছেন।
চলুন, একনজরে দেখি আসি—তারা কারা? কী আছে তাদের মধ্যে, যা তাদেরকে আল্লাহর প্রিয় করে তোলে?
.
১/ সৎকর্মশীলতা
সৎকাজ শুধু ইবাদতের অংশ নয়, বরং মুমিনের জীবনের প্রকৃত অর্থ ও পরকালীন সফলতার মূলধন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের সবচেয়ে সরল ও দৃঢ় পথ হলো—নিয়ত খাঁটি রেখে নেক কাজ করে যাওয়া।
.
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন—‘তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং নিজেরা নিজেদের সর্বনাশ করো না। আর তোমরা সৎকর্ম করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।’_ (সুরা বাকারা: ১৯৫)
.
২/ তওবা
তওবা শুধু মুখের ‘আস্তাগফিরুল্লাহ’ নয়, এটা এক অন্তরবিদীর্ণ আত্মসমর্পণ—ভুল বুঝে লজ্জায় ডুবে যাওয়া, কাঁদতে কাঁদতে আল্লাহর দিকে ফিরে আসা। যে বারবার ভেঙে পড়ে, আবার উঠে দাঁড়ায়… আল্লাহ তাকে ভালোবাসেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন— নিশ্চয়ই আল্লাহ্ তাওবাকারীকে ভালবাসেন এবং তাদেরকেও ভালবাসেন যারা পবিত্র থাকে। (সূরা বাকারা: ২২২)
.
৩/ ধৈর্যশীলতা
জীবনের পথ সবসময় মসৃণ হয় না। বিশ্বাস, ইমান, স্বপ্ন—সবকিছুই একদিন পরীক্ষায় পড়ে। কিন্তু এরপরও যে নিজেকে ভাঙতে দেয় না, ফেটে পড়ে না অভিযোগে—বরং চুপচাপ আল্লাহর ওপর ভরসা করে। সে ব্যক্তি আল্লাহর রহমতের ছায়ায় স্থান পায়। আল্লাহ তাআলা বলেন— “আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন।” (সূরা আলে ইমরান: ১৪৬)
.
৪/ তাকওয়া
তাকওয়া মানে শুধু রোজা রাখা আর নামাজ পড়া নয়।
তাকওয়া মানে—জীবনের প্রতিটি কাজে আল্লাহকে ভয় করা। আল্লাহকে স্মরণ করা। প্রকাশ্যে অপ্রকাশ্যে, আলোতে আধাঁরে সব জায়গায়। এমনি ভাবে প্রতিটি চিন্তার মধ্যে আল্লাহকে বসিয়ে দেওয়া। যার অন্তরে সব সময় আল্লাহ ভীতি জাগ্রত থাকে, সে পথ ভুল করলেও অন্ধকারে হারায় না। আর এমন ব্যক্তিদের আল্লাহ তায়ালা ভালোবাসেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন- নিশ্চয়ই আল্লাহ মুত্তাকী (তাকওয়াবান) দেরকে ভালোবাসেন।” (সূরা তাওবা: ৪)
.
৫/ আল্লাহর ওপর ভরসা করা
সকল শক্তি, প্রভাব ও নিয়ন্ত্রণের মালিক একমাত্র আল্লাহ। তাই জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটি সিদ্ধান্তে একজন মুমিনের আসল ভরসার স্থান হওয়া উচিত তারই প্রভু। আর যে তার উপর পরিপূর্ণ ভাবে ভরসা রাখতে পারে আল্লাহ তাকেই ভালোবাসেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন— নিশ্চয় আল্লাহ (তার উপর) নির্ভরকারীদের ভালবাসেন।(সুরা আলে ইমরান: ১৫৯)
81
View