"যখন তুমি তোমার চেয়ে বয়স্ক কাউকে দেখবে, তখন তাকে এই ভেবে সম্মান করো যে, 'তিনি দ্বীনদারি ও নেক আমলে আমার চেয়ে এগিয়ে আছেন।' আর যখন তোমার চেয়ে কম বয়সী কাউকে দেখবে, তখন তাকে এই ভেবে সম্মান করো যে, 'আমি গোনাহের ক্ষেত্রে তার চেয়ে এগিয়ে আছি'।"
.
— বাকর ইবনে আবদুল্লাহ আল-মুযানী (রহ.)
(আয-যুহদ আল-কাবীর, ইমাম বায়হাকী)