আচ্ছা আমরা কি একটা কথা চিন্তা করি কখনও,
আমাদের মেয়েদের নির্দিষ্ট কোনো পরিবার হয়না।
কি এখনো বুঝলেন না, ভাবছেন কি বলছি পাগলের মতো।
আসুন বিষয় টা একটু বিস্তারিত ভাবে আলোচনা করি।
আমরা সবাই জানি,মেয়েদের নির্দিষ্ট কোনো ঘর বা বাড়ি কিছুই থাকেনা।যেহেতু আমাদের নিজের কোনো ঘর বাড়ি নেই সেহেতু আমাদের কোনো পরিবার ও নেই।
একটা মেয়ে ভূমিষ্ঠ হবার পর থেকে সে জানে তার একটা পরিবার আছে।কিন্তু মেয়েটির বিয়ে হওয়ার পর তার শশুর বাড়ির লোক তাকে বোঝানোর চেষ্টা করে যে সে আগে যেখানে থেকে আসছে বা যেখানে বড় হয়েছে সেটা তার আসল বাড়ী না তার আসল বাড়ী তার শশুর বাড়ী।
কিন্তু একটা না একটা সময় সেই বাড়ির লোকেরাই প্রমাণ করে দেই যে এটা মেয়েটার আসল বাড়ি না। কোনো কোনো সময় কোথায় আবার কোনো কোনো সময় কাজে।
সংসার জীবন আসলে যে একটা যুদ্ধ ক্ষেত্র থেকে কম কিছুনা এটা তাকে বার বার বুঝিয়ে দেয়া হয়।
আমরা ছোট থেকে যে পরিবারে বড়ো হয়েছি সেই পরিবারের আদব কায়দা বা অনেক নিয়ম থাকে আলাদা । কিন্তু তারা সেটা বুঝতে চায়না। আমাদের তো সময় লাগে এসব নিয়মগুলো রপ্ত করতে।কিন্তু তারা মনে করে আমরা রোবট, আমাদের দ্বারা সব সম্ভব।
আমরাও তো মানুষ আমাদেরও তো ভুল হয়,আমাদেরও অনুভূুতি আছে, আশা আছে,স্বপ্ন আছে তারা এটা বুঝতে চায়না।
শুধু আমাদেরই কেনো সবার মনের খবর রাখতে হবে,আমাদের মনের খবর তো কেও রাখুক।
দিন শেষে সব মেয়েরাই একা,মেয়েদের আপন বলতে কেউ নেই।নিজের পরিবার বলতে তাদের কিছু হয়না।
ভুল বলে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।শুধু মনের কথা গুলো ভাগ করে নিলাম।