বিষে নীল দেহ
অমল সরকার
সাতচল্লিশ পর্ব
নাইমা আমাদের কোম্পানির একটা পার্টি হবে আগামীকাল। বলিস কি আমাদের নতুন ম্যানেজার আমাকে বিলিয়নিয়ার বানিয়ে দিয়েছে। চমকে ওঠে নাইমা যাকে সইতে পারিনা তার প্রশংসা। নাইমা জিজ্ঞেস করে কি হয়েছে বাবা খুলে বলোতো। আলাউদ্দিন আলী বললো আমরা যা কোন দিন স্বপ্নেও ভাবিনি ছেলেটা তাই করে দেখালো। কল্পনা করতে পারিস মা একহাজার কোটি টাকার প্রজেক্ট সাবমিট করে দিয়েছে বিদেশি একটি কোম্পানির কাজে। আল্লার অশেষ মেহেরবানী প্রজেক্টটা ওই কোম্পানি এক্সেপ্ট করেছে। আমরা এখন এই শহরের বিলিনিয়ার ম্যান বুঝতে পারছিস ছেলেটা আমাদেরকে কোথায় পৌছে দিয়েচে। আমি সারা জীবনে যা করতে পারিনি ও দুই দিনেই করে ফেললো এখন ওর কাছে আমাকেই ছোট মনে হয়। স্ত্রী আসমা বললো এই জন্যই তো সেদিন ও আমার পরিক্ষায় উতরে গেলো। আমিও তো পরে অবাক হয়ে গেলাম। সাইমা বললোনবাড়ি কোথায় বাবা তোমার ম্যানেজারের? তাতো শুনেনি। নাম কি শোননি। আসমা বললো নামে কি আসে যায় গুনেই পরিচয়। নাইমা জানে শাওনের প্রশংসা করছে সবাই তাই, নিজে নীরব থাকাই ভালো।