Posts

নিউজ

সাত বছর পর নতুন উপন্যাস নিয়ে ফিরছেন সারা ডেসেন

August 16, 2025

নিউজ ফ্যাক্টরি

120
View

৭ বছরের বিরতির পর নতুন একটি উপন্যাস নিয়ে আবার ফিরছেন মার্কিন উপন্যাসিক সারা ডেসেন। সম্প্রতি প্রকাশনী সংস্থা সাইমন এন্ড শুস্টারের সঙ্গে তিনটি উপন্যাস লেখার একটি চুক্তিতে সই করেছেন তিনি। চুক্তি অনুযায়ী ২০২৬ সালে প্রথম উপন্যাসটি প্রকাশিত হবে বলে জানা গেছে।

'চেঞ্জ অব প্ল্যানস' নামের এই বইটি একটি ইয়ং অ্যাডাল্ট (ওয়াই এ) নভেল। রোমান্টিক এ উপন্যাসে ফিনলি নামের একজন সাদাসিধে তরুণীর গল্প বলেছেন লেখক। জীবন বদলে দেওয়া এক গ্রীষ্মে বেন নামে এক গিটারিস্টের প্রেমে পড়ার পর নিজের পায়ে দাঁড়াতে শিখেন তিনি।   

এদিকে কসমোপলিটানকে দেওয়া এক সাক্ষাৎকারে সারা ডেসেন বলেছেন, 'চেঞ্জ অব প্ল্যানস' উপন্যাসে আমাদের জীবনের কল্পনা, আমাদের যাপিত জীবন, জীবনের জটিলতা, ভালোবাসা, হৃদয় ভেঙে যাওয়া, পরিবারের কাহিনী তুলে ধরা হয়েছে।

'চেঞ্জ অব প্ল্যানস' ২০২৬ সালের ৫ মে প্রকাশিত হবে। চুক্তি অনুযায়ী বাকী দুটি উপন্যাস ২০২৭ এবং ২০২৮ সালে প্রকাশিত হবে। তবে বই দুটির নাম এখনও ঠিক হয়নি বলে জানা গেছে।      

উল্লেখ্য, সারা ডেসেন ১৯৯৬ সালে ‘দ্যাট সামার’ উপন্যাসের মাধ্যমে সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন। দুই বছর পর দ্বিতীয় উপন্যাস ‘সামওয়ান লাইক ইউ’ প্রকাশ করেন। দুটি বই নিয়ে ২০০৩ সালে ‘হাউ টু ডিল’ নামে একটি হলিউড সিনেমা বানানো হয়। এতে অভিনয় করেছেন ম্যান্ডি মুর এবং অ্যালিসন জ্যানি। ৫৫ বছর বয়সী এই লেখক এরপর আরও এক ডজন বই লিখেছেন। এর মধ্যে ২০১৯ সালে ‘দ্য রেস্ট অব দ্য স্টোরি’ নামের উপন্যাসটি প্রকাশ করেন। তারপর এখন পর্যন্ত তিনি আর কোনো উপন্যাস প্রকাশ করেননি। 

সূত্র: কসমোপলিটান   

Comments

    Please login to post comment. Login