ইংরেজ উপন্যাসিক জর্জ অরওয়েলের বিখ্যাত নভেলা ‘অ্যানিমেল ফার্ম' রোববার (১৭ আগস্ট) ৮০ বছরে পড়লো। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের শাসকদের ব্যঙ্গ করে লেখা এই বইটি আট দশক পরে এখনও প্রাসঙ্গিক রয়ে গেছে।
বিশ্বজুড়ে ব্যাপকভাবে পরিচিত রূপকধর্মী এ বইটি ১৯৪৫ সালের ১৭ আগস্ট যুক্তরাজ্যে প্রথম প্রকাশিত হয়। পরের বছর এটি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত হয়। বইটি প্রকাশের পর ব্যাপক সাড়া পড়ে যায়। এক বছরের মধ্যেই ৫ লাখ কপির বেশি বিক্রি হয়।
অ্যানিমেল ফার্ম প্রকাশের তিন বছর পরে প্রকাশিত হয় নাইন্টিন এইটি-ফোর উপন্যাসটি। ডিস্টোপিয়ান এই উপন্যাসটি আরো বেশি সফলতা লাভ করে। প্রকাশের এত বছর পরেও বই দুটির প্রাসঙ্গিকতা শেষ হয়ে যায়নি।
২০১৩ সালে মার্কিন হুইসেলব্লোয়ার এডওয়ার্ড স্নোডেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন নথি ফাঁস করে দিয়েছিলেন। এই ঘটনার পর অ্যানিমেল ফার্ম, নাইন্টিন এইটি-ফোর উপন্যাস দুটির বিক্রি বেড়ে গিয়েছিল।
এছাড়া ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পর নাইন্টিন এইটি-ফোরের বিক্রি বেড়ে যায়। বইটি আমাজনের সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের তালিকার শীর্ষে উঠে গিয়েছিল।
অ্যানিমেল ফার্ম মাত্র ১১২ পৃষ্ঠার একটি নভেলা। কিন্তু এটির মাধ্যমে জর্জ অরওয়েল কর্তৃত্ববাদী শাসককে চ্যালেঞ্জ জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এমনকি দলমত নির্বিশেষে সকলেরই এ ধরনের শাসকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত বলে মনে করেন তিনি।
সূত্র: স্ক্রল