Posts

গল্প

গোলাপজান (Premium)

August 18, 2025

Jannatul Islam Ferdhus

0
sold
গোলাপজান গল্পটিতে গোলাপজানের জীবনকাহিনী প্রতিষ্ঠাপন করা হয়েছে। গ্রামের সরল,সুন্দর এবং মেধাবী ছাত্রী গোলাপজান।গোলাপজানের মাবাবা তাকে ভাগ্যবান মেয়ে মনে করত কারন গোলাপজানের কোনো খুঁত ছিল না জন্ম থেকেই তার ভাগ্য যেন তার সাথে প্রসার ছিল সবদিক দিয়েই পরিপূর্ণ ছিল গোলাপজান। ভাগ্যের পরিহাসে দারিদ্র ঘরের মেয়ে গোলাপজান পরম সুখের রেশ পায়।এক কোটিপতি ঘরের ছেলে প্রতাবের সঙ্গে বিয়ে হয় গোলাপজানের।গোলাপজানের সুখের দিন কাটতে থাকে। এজন্য মানুষের জীবন পরিচালনার জন্য ভাগ্যেরও দরকার আছে।ভাগ্যের জুরেও অনেক কিছু হয়ে থাকে। মানুষের কর্মের পাশাপাশি ভাগ্যের ছোঁয়াও দরকার।ভাগ্য অনেকসময় নিজে নিজেই ধরা দেয় আবার অনেককে কর্মের মাধ্যমে অর্জন করতে হয়। তাই গল্পের লেখক এর মতে, জীবনে এগিয়ে যাওয়ার জন্য কর্মের পাশাপাশি ভাগ্যের ও দরকার আছে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login