চলে যায় যারা, তারা চলে যাক
আমি যাবো না কোথাও;
থেকে যাবো
হাটে মাঠে ঘাটে
কোর্টে কাচারিতে
দুয়ারে বন্দরে
ফুটপাত ধরে
মেঠোপথ চিরে
রিক্সার হুড খুলে কিংবা
ট্রেনের হুইসেলে
আমি থেকে যাবো;
আমার যাবার কোনো ঠিকানা আছে কি?
যেখানে বিক্রি করে না কোনো
হাড়ভাঙা লাশের-বুকের রক্তাক্ত জখম!
যমুনার তীরে ভাসা-
লাশের গন্ধে তৈয়ার হওয়া পারফিউম!
বিশ্ববিদ্যালয়ের সুঘ্রাণে বার্গার সসেজ
চতুর শৃগালের মতো একবিংশ যুবতীর গাল;
আমার যাবার কোনো ঠিকানা আছে কি?
যেখানে বিক্রিত যৌবনের কাছে
ধরা দেয় না বুদ্ধিজীবীর কালো বেয়োনেট!
হরিয়ানা উজাড় হয় না, কাশ্মীর, উইঘুর, ফিলিস্তিন উচ্ছন্নে যায় না, তবু পাথর আর কংক্রিটে গড়ে ওঠে পাশ্চাত্যের মানবাধিকার আইন;
আমার যাবার কোনো ঠিকানা আছে কি?
যদি না থাকে, তবে আমি যাবো না কোথাও
চলে যায় যারা, তারা চলে যাক
আমি যাবো না কোথাও;
থেকে যাবো অসুখ সারাতে, কোনো হোমিও কিংবা এলোপ্যাথি মেডিসিনের বরাত ধরে;
রচনাকালঃ
১৪-০৫-২০২৫ ইং।