কিছু মানুষ হয়তো পৃথিবীতে আসে শুধু বঞ্চনা আর অপমানিত হওয়ার জন্য। এ মানুষ গুলো জীবনের এক পর্যায়ে এসে আবিষ্কার করে এই পৃথিবীতে নিজে একজন অপ্রাসঙ্গিক বস্তু। মানিয়ে নেয়ার জন্য আর মানানোর দায়িত্ব নিয়ে দুনিয়ায় তার আগমন।
অনেকটা আলুর মতো।
নুডলসেও লাগবে, সব তরকারিতে মানাতে হবে আবার এটাকে পিষে পিষে ভর্তাও বানানো যাবে।
দিনশেষে মানসিক শান্তির জন্য এক একটা কলিজা যে আত্নচিৎকার করে তা বোধকরি কেউ শোনে নাহ।