Posts

চিন্তা

জীবন চলে গেলো মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে।

August 18, 2025

omar ahammed

65
View

কিছু মানুষ হয়তো পৃথিবীতে আসে শুধু বঞ্চনা আর অপমানিত হওয়ার জন্য। এ মানুষ গুলো জীবনের এক পর্যায়ে এসে আবিষ্কার করে এই পৃথিবীতে  নিজে একজন অপ্রাসঙ্গিক বস্তু। মানিয়ে নেয়ার জন্য আর মানানোর দায়িত্ব নিয়ে দুনিয়ায় তার আগমন।

অনেকটা আলুর মতো।

নুডলসেও লাগবে, সব তরকারিতে মানাতে হবে আবার এটাকে পিষে পিষে ভর্তাও বানানো যাবে।

দিনশেষে মানসিক শান্তির জন্য এক একটা কলিজা যে আত্নচিৎকার করে তা বোধকরি কেউ শোনে নাহ।

Comments

    Please login to post comment. Login