নারী বিষয়ক ম্যাগাজিন 'পাক্ষিক অনন্যা'র ১৪৩২ বঙ্গাব্দের সাহিত্য পুরস্কারের জন্য নবীন নারী লেখকদের কাছে গল্পসংকলন, কবিতা বা উপন্যাসের পাণ্ডুলিপি আহ্বান করা হয়েছে।
কবিতা এবং কথাসাহিত্য বিভাগ থেকে দুইজন নবীন নারী লেখককে নির্বাচিত করা হবে। পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা। পুরস্কারপ্রাপ্ত পাণ্ডুলিপি ২০২৬ সালের ইত্তেফাক ঈদসংখ্যায় প্রকাশ করা হবে।
পাণ্ডুলিপি পাঠানোর নিয়মাবলি:
১. কেবল অনূর্ধ্ব ৩৫ বছর বয়সি নারী লেখকরাই বিবেচিত হবেন। জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন/পাসপোর্ট অথবা এসএসসি সার্টিফিকেটের স্ক্যানকপি/ছবি দিতে হবে।
২. সম্পূর্ণ পাণ্ডুলিপি মাইক্রোসফট ওয়ার্ডে ইউনিকোড বাংলা ফন্ট অথবা বিজয়/সুতন্বী ফন্টে টাইপ করে ইমেইলে পাঠাতে হবে।
৩. কবিতা ও কথাসাহিত্যের ক্ষেত্রে একটি পাণ্ডুলিপি পাঠাতে হবে।
৪. কবিতা সংকলনের ক্ষেত্রে পাণ্ডুলিপিতে ৪০ থেকে ৫০টি কবিতা থাকবে।
৫. কথাসাহিত্যের ক্ষেত্রে উপন্যাসের পাণ্ডুলিপি ১০ থেকে ১৫ হাজার শব্দের মধ্যে হতে হবে। গল্পসংকলনের ক্ষেত্রে ৮ থেকে ১২ টি গল্প থাকতে হবে।
অন্যান্য শর্ত:
১. কবিতা, গল্পসংকলন বা উপন্যাসের পাণ্ডুলিপি সম্পূর্ণ মৌলিক এবং অপ্রকাশিত হতে হবে।
২. বাংলা বানানের ক্ষেত্রে বাংলা একাডেমি বানানবিধি ব্যবহার করতে বাঞ্ছনীয়।
৩. পাণ্ডুলিপির শেষ পৃষ্ঠায় আলাদা করে লেখকের সম্পূর্ণ নাম-ঠিকানা, মোবাইল-ফোন নম্বর ও ইমেইল উল্লেখ করতে হবে।
৪. পাণ্ডুলিপি নির্বাচনের ক্ষেত্রে সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত।
উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বরের মধ্যে পাণ্ডুলিপি জমা দিতে হবে। পাণ্ডুলিপি পাঠানোর ইমেইল: anannyalitaward@gmail.com