Posts

নিউজ

ফিলিস্তিনপন্থী গ্রুপকে রয়্যালটি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন স্যালি রুনি

August 19, 2025

নিউজ ফ্যাক্টরি

71
View

ফিলিস্তিনপন্থী গ্রুপ ‘প্যালেস্টাইন অ্যাকশন’ কে নিজের বইয়ের রয়্যালটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আইরিশ লেখক স্যালি রুনি। ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করা যুক্তরাজ্যভিত্তিক এই সংগঠনটিকে গত জুলাই মাসে নিষিদ্ধ করেছিল ব্রিটিশ সরকার।   

গত সপ্তাহে আইরিশ টাইমসে লেখা এক নিবন্ধে স্যালি রুনি জানিয়েছেন, ‘নরমাল পিপল’, ‘কনভারসেশনস উইথ ফ্রেন্ডস’ সহ তার বেস্টসেলিং বইগুলো থেকে পাওয়া রয়্যালটি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করার জন্য ব্যবহার করা হবে। মূলত নিষিদ্ধ ঘোষিত এই গোষ্ঠীটিকে আর্থিকভাবে সহায়তা করার জন্য তিনি এই ঘোষণা দেন।

এছাড়া ‘নরমাল পিপল’ এবং ‘কনভারসেশনস উইথ ফ্রেন্ডস’ অবলম্বনে বিবিসির তৈরি টিভি সিরিজ থেকে প্রাপ্ত রয়্যালটিও প্যালেস্টাইন অ্যাকশনের জন্য ব্যবহার করা হবে বলে উল্লেখ করেছেন তিনি।

আইরিশ টাইমসে রুনি লিখেছেন, ‘আমার বই এখনও ব্রিটেনে প্রকাশিত হয় এবং এগুলো বইয়ের দোকান এমনকি সুপারমার্কেটেও ব্যাপকভাবে পাওয়া যায়। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্যের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আমার দুটি উপন্যাস অবলম্বনে টিভি সিরিজ নির্মাণ করে প্রচার করেছে। এজন্য আমাকে নিয়মিতভাবে রয়্যালটি প্রদান করা হয়।’ 

তিনি আরও লিখেছেন, 'আমি স্পষ্ট করে বলতে চাই, আমি আমার এই আয়, সেইসাথে আমার পাবলিক প্ল্যাটফর্ম, প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করার জন্য ব্যবহার করতে চাই। এর মাধ্যমে আমি এই গণহত্যার বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিতে চাই।'       

আইরিশ টাইমসে লেখা নিবন্ধে রুনি বলেছেন, 'আমি এই বিবৃতিটি যুক্তরাজ্যের সংবাদমাধ্যমে আনন্দের সঙ্গে প্রকাশ করতে চাই। তবে এখন তা অবৈধ হবে বলেই মনে হচ্ছে।' 

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র জানিয়েছেন, কোনো নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন প্রদর্শন, সন্ত্রাসবাদ আইনের অধীনে একটি অপরাধ। পুলিশ স্পষ্টতই এই আইনের বাস্তবায়ন করবে।

উল্লেখ্য, স্যালি রুনি আয়ারল্যান্ডের অত্যন্ত জনপ্রিয় একজন লেখক। তার বইগুলো সমালোচকদের প্রশংসা অর্জনের পাশাপাশি বাণিজ্যিক সফলতাও পেয়েছে। তাকে শীর্ষস্থানীয় মিলেনিয়াল লেখকদের একজন হিসেবে গণ্য করা হয়। ফিলিস্তিনের কট্টর সমর্থক হিসেবে তার পরিচিতি রয়েছে। 

সূত্র: দ্য গার্ডিয়ান 

Comments

    Please login to post comment. Login