অঞ্জন দত্ত যে বেলাকে নিয়ে লিখেছেন, নব্বই দশকে এমন বেলা বোসকে চাকরি না থাকায় হারিয়েছেন অনেকেই। নব্বই দশকে বিশ্বজুড়ে অর্থনীতির ইতিহাসে ঘটেছিল বিশাল পরিবর্তন। অঞ্জনের বেলা বোস সত্যিকার চরিত্র না হলেও ''2441139" কিন্তু কাকতালীয়ভাবে মিলে যাওয়া একটা নাম্বার। আর সেসময় ওই নাম্বার প্রতিদিন ডায়াল করত গড়ে তিনশ থেকে চারশ যুবক শুধু বেলার খোঁজে। নাম্বারটা কার জানতে আগ্রহ হচ্ছে নিশ্চয়ই?
হিন্দি পত্রিকা ' দৈনিক বিশ্বামিত্র' এর সম্পাদকের নাম্বার ছিল ওটা। বিরক্ত হয়ে শেষমেশ নাম্বার তো বদলেছেনই তার আগে শিল্পী অঞ্জনের নামে ঠুকেছিলেন মামলা। অঞ্জন দত্ত অবশ্য ক্ষমা চেয়েছিলেন অজ্ঞাতে করা ভুলের জন্যে... আর বেচারা সম্পাদককে একটা ফোন কিনে দিয়ে শেষমেশ পার পেয়েছিলেন।
ঘুরে আসুন নব্বইয়ের কলকাতায়... গানটি প্রথম ১৯৯৪ সালে বের হয়। সেই সাল মাথায় রেখে সিনেমা- বই এমনকি কলকাতার বদলে যাওয়া রাস্তা সবটা দেখে নিতে হয়েছে। ববি চক্রবর্তীর লেখা আর্টিকেলের দ্বারস্থ হয়েছি। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
#বেলা_বোস_তুমি_পাচ্ছ_কি_শুনতে ইবুক লিংক -
https://link.boitoi.com.bd/8CaK
https://link.boitoi.com.bd/8CaK