Posts

নিউজ

মারা গেছেন 'নাচেজ বার্নিং' বইয়ের লেখক গ্রেগ আইলস

August 20, 2025

নিউজ ফ্যাক্টরি

66
View

রহস্য ও থ্রিলার উপন্যাসের জন্য পরিচিত মার্কিন লেখক গ্রেগ আইলস ৬৫ বছর বয়সে মারা গেছেন। মিসিসিপির এই লেখক ‘নাচেজ বার্নিং’ ট্রিলজির জন্য সুপরিচিত ছিলেন। মার্কিন সংবাদ সংস্থা এপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।    

প্রতিবেদন অনুসারে, গ্রেগ আইলস ১৫ আগস্ট, শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে মারা যান। আইলসের লিটারারি এজেন্ট ড্যান কোনাওয়ে ১৬ আগস্ট ফেসবুকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি মাল্টিপল মাইলোমা নামের একটি দুরারোগ্য রক্তের ক্যান্সারে আক্রান্ত ছিলেন।   

আইলস, ১৯৯৩ সালে নাৎসি যুদ্ধাপরাধী রুডলফ হেসকে নিয়ে লেখা থ্রিলার ‘স্পান্ডাউ ফিনিক্স’ এর মাধ্যমে সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন। এর আগে তিনি ফ্র্যাঙ্কলি স্কারলেট ব্যান্ডে গান গাইতেন এবং গিটার বাজাতেন। এরপর ১৯৯৫ সালে ‘ব্ল্যাক ক্রস’ নামে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আরেকটি থ্রিলার লেখেন তিনি।

১৯৯৯ সালে আইলস ‘দ্য কোয়াইট গেম’ উপন্যাসটি প্রকাশ করেন। এই বইয়ে তিনি পাঠকদের পেন কেজ নামের একটি চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেন। কেজ সাবেক প্রসিকিউটর থেকে বেস্টসেলিং লেখকে পরিণত হয়েছিলেন। তার ‘নাচেজ বার্নিং’ ট্রিলজিতে ফিরে আসেন কেজ। 

২০১৪ সালে ‘নাচেজ বার্নিং’ দিয়ে এই ট্রিলজির শুরু। এর দ্বিতীয় বইটি ছিল ‘দ্য বোন ট্রি’। এরপর ২০১৭ সালে এই ট্রিলজির শেষ বই 'মিসিসিপি ব্লাড' প্রকাশ করেন তিনি। 

গ্রেগ আইলস তার উপন্যাসে মিসিসিপির রাজনীতি, ঐতিহ্য এবং বর্ণবাদের উপর আলোকপাত করেছেন। তার বেশিরভাগ উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে। তার বইগুলো বিশ্বজুড়ে একাধিক ভাষায় অনূদিত হয়েছে।    

উল্লেখ্য, ১৯৬০ সালে জার্মানির স্টুটগার্টে জন্মগ্রহণ করেন গ্রেগ আইলস। সে সময় তার বাবা মার্কিন দূতাবাসে একটি মেডিকেল ক্লিনিক পরিচালনা করতেন। আইলস মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের নাচেজে বেড়ে উঠেন এবং ১৯৮৩ সালে মিসিসিপি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।  

Comments

    Please login to post comment. Login