Posts

চিন্তা

রাখাল পিনাকী ও ভেড়া সমাচার

August 21, 2025

শায়খ মোহাম্মদ আবু তাহের

74
View

নবী-রাসূলগণ ভেড়া চরাইতেন; ট্রেনিংয়ের অংশ হিসাবেই চরাইতেন। মব ধর্মের অন্যতম অবতার পিনাকীও ভেড়া চরানোর প্রাথমিক স্টেজ সম্পন্ন করতেছে। তবে সে যেহেতু নবী-রাসূলগণের মতো না এবং নিজের অতীতকে পতিত করায় যথেষ্ট পারদর্শী সেহেতু ভেড়াদের সাবধান হওয়া উচিত।

তথ্যবাদী যুধিষ্ঠির পিনাকীর সার্ভ করা নেপিয়ার ঘাস মুখে নিয়া, পরম পুলকে চোখ বুজলে চলবে না; সে যদি নেকড়ে কিংবা বাঘের সাথে বাণিজ্য করতে আগ্রহী হয়ে থাকে তাহলে এই ঘাস ভেড়াগুলোকে কেবল খাদ্যযোগ্যই করে তুলবে, এর বেশি কিছু না।

আর শাপলা চত্বরের বিষয়টাও বিশেষভাবে মাথায় রাখা দরকার। শাপলা চত্বর মানে শুধু ৫মে ২০১৩ না, শাপলা চত্বর মানে হেফাজত যে হাসিনাকে “কওমি জননী” বানাইছিলো সেইটাও।

Comments

    Please login to post comment. Login