Posts

চিন্তা

কল্পনার বাইরে

August 22, 2025

Marzia Haque

78
View

মানুষ বাস্তবতাকে মেনে নিতে পারে না। তাইতো আমরা কল্পনাতে বেশি সুখ খুঁজতে থাকি।কারণ আমরা জানি বাস্তবতা কে মেনে নেওয়ার শক্তি আমাদের নেই।
আমরা ভয় পাই, সত্য কে গ্রহণ করতে। কারণ সত্য বরাবরই ভয়ংকর। আমরা আমাদের অস্তিত্ব হারানোর ভয়ে কল্পনাতে বেশি সুখ খোঁজার চেষ্টা করি। কিন্তু কল্পনা তো কল্পনাই তাতে তো আর সত্যের সন্ধান পাওয়া সম্ভব না। তাই চোখের সামনে যখন কল্পনা কে ভেঙ্গে সত্যের মুখোমুখি হয় তখন আর নিজেকে সামলাতে পারিনা। সত্তিটাকে সামনে দেখে মনটা ভেঙ্গে চুরমার হয়ে যায়। কোনো ভাঙ্গা জিনিস যেমন জোড়া লাগেনা তেমনি মনটাও আর জোড়া লাগেনা। ওর পরবর্তীতে এটা আঘাত হানে আমাদের বিশ্বাসে। আমরা সহজেই কাওকে আর বিশ্বাস করতে পারিনা। সব কিছু মিথ্যে মনে হয়। সামনের মানুষটাকে আর আগের মতো বিশ্বাস হয়না। 
সত্যের মুখোমুখি হওয়ার ক্ষমতা সবার থাকেনা যার থাকেনা সেই একমাত্র কল্পনাকে ঘিরে বাঁচতে চায়। কারণ তার ভয় থাকে। সে হারানোর ভয় পাই তাই কল্পনাকে বাস্তব হিসেবে গ্রহণ করে। ওর যাদের সেই ভুল ধারণা ভাঙ্গে তার সাথে ভাঙ্গে তার বিশ্বাস,ভরসা, আবেগ। মানুষ কল্পনা কে ঘিরে বাঁচতে চাই।
হয়তো এইজন্যই বলার হয়, মানুষ কল্পনাতে বেশি সুখী।

Comments

    Please login to post comment. Login