.............
বট গাছটি দাঁড়িয়ে একা
শত বছরের কাছাকাছি
নিঝুম বৃষ্টি চলছে কিছুক্ষণ ধরে
পাশের পকুর পাড়ে মাছ ধরছে
চেনা মুখ মহন লাল
ছাতা হাতে বড়শিতে।
পুকুর হতে কয়েক কদম দুরে
প্রশস্ত রাস্তাটির পাশেই
বট গাছটির বেড়ে উঠা।
আজ গুড়ি গুড়ি বৃষ্টির শুরুতে
বেশ কয়েক তরুন আশ্রয় নিয়ছে
কিন্তু নিঝুম বৃষ্টি তাদের বাগরা দেয়।
চলে যায় তারা
হঠাৎ নিস্তব্ধতা নেমে আসে;
মনে হয় থমকে গেছে ঘড়ির কাটা
ব্যস্ত রাস্তাটি যানবাহন শূন্য হয়ে পড়ে।
কিন্তু শত বছরের বট গাছটি
আছে দাঁড়িয়ে একা।
একটা সময় পরিচিত মুখ
জসিম, সায়মন আসিফ ও আলকাস
গল্প করতো, আড্ডা দিত ;
আজ তারা নেই কিন্তু তাদের প্রজন্ম আছে।
শরৎ হেমন্ত ও বসন্ত ঘুরে বর্ষা ঠিকই আসে
একই বৃষ্টির ফোটা পাতা বেড়ে গড়িয়ে পরে
হয়তো মহন লালের আদলে রন্জিত মাছ ধরে
নতুন প্রজন্মও কিছুক্ষণ দাড়ায়
কিন্তু সেই পরিচিত মুখগুলো আর আসে না।
শত বছরের বট গাছটি আছে দাঁড়িয়ে একা।
খোলা আকাশ পানে চেয়ে।
হয়ত এক অব্যক্ত দীর্ঘশ্বাস ছেড়ে...
............ ধন্যবাদ......