Posts

নিউজ

বব ডিলানের ক্যারিয়ার নিয়ে বই লিখছেন রবার্ট পলিটো

August 22, 2025

নিউজ ফ্যাক্টরি

228
View

সাহিত্যে নোবেলজয়ী গীতিকবি এবং গায়ক বব ডিলানের ক্যারিয়ার নিয়ে নতুন একটি বই লিখছেন মার্কিন কবি ও জীবনীকার রবার্ট পলিটো। এই বইয়ের মাধ্যমে ১৯৯০ এর দশকের গোড়ার দিক থেকে আজ পর্যন্ত ডিলানের ক্যারিয়ারের গল্প পাঠকদের সামনে তুলে ধরবেন তিনি।   

'আফটার দ্য ফ্লাড: ইনসাইড বব ডিলান'স মেমোরি প্যালেস' নামের এই জীবনীগ্রন্থটি প্রকাশ করবে লিভারাইট পাবলিশিং। এটি ২০২৬ সালের ২৭ জানুয়ারি প্রকাশিত হবে বলে জানা গেছে। 

এদিকে লিভারাইট এক বিবৃতিতে বলেছে, আর্কাইভে সংরক্ষিত হাজার হাজার পাতার নথির ওপর ভিত্তি করে রচিত হচ্ছে আফটার দ্য ফ্লাড বইটি। এতে গত তিন দশক ধরে ডিলানের অবিস্মরণীয় সব কাজকে তুলে ধরা হবে।    

বিবৃতিতে আরও বলা হয়েছে, ১৯৯০ এর দশকের গোড়ার দিক থেকে তার অ্যালবাম, অভিনয়, চলচ্চিত্র এবং বইগুলো জরিপ করে বিখ্যাত কবি ও জীবনীকার রবার্ট পলিটো দেখান যে কীভাবে ডিলান একটি মিউজিকাল স্টাইলের বিকাশ করেছিলেন, যা তার যুগকে মূর্ত করে তুলেছে।   

রবার্ট পলিটো নিউইয়র্কে নিউ স্কুল গ্র্যাজুয়েট রাইটিং প্রোগ্রাম প্রতিষ্ঠা করেছেন। তিনি ‘স্যাভেজ আর্ট: অ্যা বায়োগ্রাফি অব জিম থম্পসন’ এর লেখক। এই বইটি ১৯৯৫ সালে জীবনীগ্রন্থ বিভাগে ন্যাশনাল বুক ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ড জিতেছিল। তিনি ডিলান সম্পর্কে বিস্তর লেখালেখি করেছেন। 

উল্লেখ্য, বব ডিলান ২০১৬ সালে সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তিনিই প্রথম গীতিকার হিসেবে মর্যাদাবান এই পুরস্কারটি পান। 

সূত্র: কিরকাস  

Comments

    Please login to post comment. Login