Posts

গল্প

যোদ্ধা

August 23, 2025

Writer Fat

120
View

একটা ছোট্ট জীবনকে দুনিয়াতে আনার মাধ্যমে এক যোদ্ধার জন্ম হয়।ঢাল,তলোয়ার ছাড়া এক যোদ্ধা।। যে যোদ্ধা কে আমরা সচারাচর মা বলেই ডাকি।।বাবা মা এর আদুরে মেয়ে,হুট করে এক ধাক্কায় অনেক বড় হয়ে উঠে।বাচ্চার কান্না শোনার সাথে সাথে গর্ভ থেকে দুনিয়াতে আনার যে যাত্রা সে যাত্রা শুধু মধূর মনে হতে থাকে।অথচ এই যোদ্ধাদের কত কষ্ট থাকে।কোন সময় খেতে সমস্যা,তো কোন সময় চলতে সমস্যা!!

কিন্তু কি আশ্চর্য, আশেপাশের সবাই জিজ্ঞাসা করে,"কি গো পেট এর ভিতরে সব ঠিকঠাক তো!!!"

কেও একবার ভাবে না যে মেয়েটার ভালো লাগছে কিনা!!!

শরীরর সাথে,মনের সাথে হাজার হাজার যুদ্ধ করে তবেই দুনিয়াতে এমন যোদ্ধার সৃষ্টি হয়।মেয়ে মানুষ বলে কথা!যত যন্ত্রণা হোক না কেনো নিরবে সহ্য করতেই হবে।।আমরা খানিকটা বিংশ শতাব্দীর হলেও কেমন জানি সেই উনবিংশ এর মত আচরণ করে ফেলি।।আহারে,কত নিদারুণ কষ্টকে হাসি মুখে মেনে নেয় কত যোদ্ধারা!!

পৃথিবীর সব নিয়ম বদলাবে,সব উন্নত হবে,শুধু হবে না যোদ্ধাদের যুদ্ধের নিয়ম।।কালের পরিক্রমাতে একটু এদিক অদিক হবে হয়তো।।।কিন্তু বদলাবে না একদম!!

Comments

    Please login to post comment. Login

  • Chandon 3 months ago

    জ্ঞানের ভান্ডার এইটা

  • Kazi Eshita 3 months ago

    সন্তান জন্মের পর একজন মায়ের ভালবাসা নিয়ে ও লিখুন