আমাদের জীবনটা বেশিরভাগ ক্ষেত্রেই নানা মানুষের প্রতিচ্ছবি। মানুষের কথা, উপদেশ, চিন্তা-চেতনা ইত্যাদির ইতিবাচক কিংবা নেতিবাচক প্রভাবের প্রতিচ্ছবি। আমরা ভাবি আমাদের পুরোটাই হয়তো সত্তা অথচ সেখানে সত্তার চেয়ে প্রতিচ্ছবিই বেশি। মানুষ প্রতিনিয়ত আমাদের জীবন নানাভাবে উল্টেপাল্টে দিতে সক্ষম কিংবা আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করতে। অনেকসময় অন্যের প্রভাবিত কাজগুলোকে আমরা মেঘের মতো বয়ে বেড়াই মনের অজান্তেই। মনের গহীন অরণ্যে পেরিয়ে কখনো না কখনো স্টেশন খুঁজে পায় হয়তো প্রতিচ্ছবির কিংবা সত্তার।