Posts

নিউজ

৮ বছর পর নতুন উপন্যাস প্রকাশ করছেন গ্যাব্রিয়েল ট্যালেন্ট

August 24, 2025

নিউজ ফ্যাক্টরি

88
View

আট বছরেরও বেশি সময় পার করে নতুন একটি উপন্যাস নিয়ে ফিরছেন মার্কিন বেস্টসেলিং লেখক গ্যাব্রিয়েল ট্যালেন্ট। বইটি প্রকাশ করবে প্রকাশনী সংস্থা রিভারহেড।

'ক্রাক্স' নামের এই উপন্যাসটি ড্যান এবং তাম্মা নামের দুই কিশোর পর্বতারোহীর ক্রমবর্ধমান সম্পর্কের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমিতে পর্বতারোহণের মাধ্যমে তাদের এই বন্ধন আরও দৃঢ় হয়। দুই কিশোরের অসাধারণ বন্ধুত্বকে কেন্দ্র করে গ্যাব্রিয়েল ট্যালেন্ট পাঠকদের জন্য একটি রোমাঞ্চকর, উত্তেজনায় ভরপুর এবং আত্ম অনুসন্ধানকারী উপন্যাস উপহার দিতে যাচ্ছেন।  

'ক্রাক্স' ট্যালেন্টের দ্বিতীয় উপন্যাস। এটি ২০২৬ সালের ২০ জানুয়ারি প্রকাশিত হবে বলে জানা গেছে। ৩৮ বছর বয়সী এই লেখক ইনস্টাগ্রামে তার নতুন বইয়ের ঘোষণা দিয়ে বলেছেন, আমার কাছে এই বইটি একটি স্বপ্ন লালন করার মত, একটি উচ্চাকাঙ্ক্ষী, নাগালের বাইরে, সম্ভবত অসম্ভব স্বপ্ন। 

২০১৭ সালে ট্যালেন্ট তার প্রথম উপন্যাস ‘মাই অ্যাবসোলিউট ডার্লিং’ প্রকাশ করেন। বাবার মানসিক ও যৌন নির্যাতনের হাত থেকে বাঁচতে লড়াই করা এক কিশোরী মেয়ের গল্প নিয়ে লেখা এ বইটি নিউইয়র্ক টাইমসের বেস্টসেলারের তালিকায় ছিল। এছাড়া লস অ্যাঞ্জেলেস টাইমস বুক প্রাইজ এবং ন্যাশনাল বুক ক্রিটিকস সার্কেলের জন লিওনার্ড প্রাইজের চূড়ান্ত তালিকায়ও ছিল।   

সূত্র: কিরকাস  

Comments

    Please login to post comment. Login