বন্ধু তুমি তিনটি শব্দের যুক্তবর্ণ নয়,
তুমি আমি দুটি মনের স্পষ্ট পরিচয়।
পাঠশালাতে পড়ার ফাঁকে একটু ফাঁকিবাজি,
ক্লাসের শেষে দুজন মিলে কান ধরতেও রাজি।
কাঁদলে আমি তোমার দুচোখ জলে টলমল,
বলতে পারো এখানে কি আছে কোনো ছল?
পড়ায় একটু কাচা আমি তুমি বড্ড ভালো,
কটিন পড়ায়,পরিক্ষার খাতায় তুমি দেখাও আলো।
বন্ধু বুঝি বড্ড হাসাহাসি , তাই না
বন্ধু হলো চোখে চোখে রুপ দেখা এক আয়না।
ক্লাসের শেষে মাঠের কোণে ক্লান্ত স্বরে বসে,
অল্প পড়ায়,গল্প আড্ডায় মাতি মোরা এসে।
কৃষ্ণচূড়ার ফুলের বাতাস লাগে যখন গায়,
পড়ার ক্লান্তি নিমিশেই যেন উদাও হয়ে যায়।
ছুটির সময় ক্লান্ত এ মন,
তবুও ফিরতে চায়না ঘরে।
কারণ বন্ধু তোমায় ছাড়া,
এই কতক্ষণ থাকবো কেমন করে?
125
View