গল্পের নামঃ #আমার_ছোট_সাহেবের_অত্যাচার
লেখকঃ মোঃ শামীম মিয়া
সূচনা পর্ব
রুজি আজকে একটা প্লেট ভেঙ্গেছে তার জন্য রুজি কে কে। সায়লা চুলের মুটি ধরে মারতেছে, সাথে সায়লার শ্বাশুড়ি ফরিদাও আছে। রুজি নিজে তে বাঁচাতে পারতেছে না। গালে মুখে থাপ্পড় মারতেছে, ফরিদা একটা রড আগুনে পুরে এনে রুজির হাতের তালুতে বসিয়ে দিলো।
রুজিঃ আল্লাহ গো বাবা গো মরে গেলাম গো। মেম সাহেবা আমি মরে যাচ্ছি গো।
সায়লাঃ আম্মা খালি প্লেট বলতেছেন কেনো। জানেন না এই প্লেট ছাড়া আপনার বড় ছেলে খায় না।
ফরিদাঃ বড় বউ দেখতেছো কি মারো আরো। ছেলে আসলে কি বলবো তখন।
রুজিঃ আর মারবেন না বড় ভাবি মরে যাবো আমি। আমি তো ইচ্ছে করে ভাঙ্গি নাই, ওই বিড়াল টা এসেছিলো আর সেই প্লেট টা বেসিন থেকে ফেলে ভেঙ্গে দিলো।
সায়লাঃ রাখ তোর মিথ্যা কথা আজকে তোকে শেষ করে দিবো।
আবারো বউ শ্বাশুড়ি দুজনেই রুজির গায়ে হাত তুলল। রুজি তখন জ্ঞান হারিয়ে ফেলল, রান্না ঘরেই রুজি পড়ে থাকলো। বউ শ্বাশুড়ি দুজনেই সেখান থেকে চলে গেলো। দুজনেই ফোঁস ফোঁস করতে করতে সোফাতে বসে টিভি টা চালু করে সিরিয়াল দেখা শুরু করলো।
সায়লাঃ আম্মা এখন আপনার ছেলে আসলে তখন কোন প্লেটে খেতে দিবো।
ফরিদাঃ দারোয়ান কে ডাক দাও বউমা এখনি দোকানে পাঠাতে হবে।