পলাতকা
মিনার বসুনীয়া
হয়তো তোমার মন সেখানে নেই
হয়তো তুমি খুঁজছো কারও মন
হয়তো মনে পড়ছে পুরোন স্মৃতি-
হয়তো আঁকড়ে থাকছো সারাক্ষণ।
হয়তো তুমি দেখছো না সব কিছু
হয়তো তোমার চোখ দু'খানা খোলা
হয়তো সাজে একটুও নেই মন-
হয়তো কাজল গোপন কোথাও তোলা।
হয়তো তোমার দেহ দোলে সেথা
হয়তো ছাদে ভিজতে থাকো একা
হয়তো রাতে তারার সঙ্গী হয়ে-
হয়তো পড়ো স্মৃতির পুরোন লেখা।
হয়তো তোমায় অন্য নামে ডাকে
হয়তো তুমি সেই আশাতেই থাকো
হয়তো অল্প গল্প শেষে আবার-
হয়তো চোখে নতুন স্বপ্ন আঁকো।
হয়তো স্নাণের শেষে চুলের জল
হয়তো শুকোও শীতল হাওয়া মেখে
হয়তো কান্না লুকোও আঁচল তলে
হয়তো চমকে তাকাও ছায়া দেখে।
হয়তো মাতাল শরীর ভরা ঘ্রাণে
হয়তো ডুবে সেই নেশাতেই থাকো
হয়তো আঁধার কিংবা জোছনা রাতে-
হয়তো দখিণ জানলা খোলা রাখো।
হয়তো ভীষণ ব্যস্ত নগর পথে
হয়তো হঠাৎ ব্যাকুল বাঁশীর সুরে
হয়তো চমকে আনমনা হও ভেবে-
হয়তো দাঁড়াও থমকে তখন ভীড়ে।
হয়তো মুখটি বুকের মাঝেই গুঁজে
হয়তো দীর্ঘ শ্বাস ছাড়ো আর ভাবো
হয়তো বাঁধন ছেঁড়ার কথাও জাগে-
হয়তো ভাবো কাল যাবো, ঠিক যাবো।
হয়তো ভাবনা মিছেই আবোল তাবোল
হয়তো ওসব কিছুই নাই আর মনে
হয়তো সকাল বিকাল রাত্রি ভোরে-
হয়তো থাকছো খুব সুখে তার সনে!
This is a premium post.