Posts

কবিতা

পরাধীনতার স্বাদ নিতে ফিরবে তুমিও

June 1, 2024

সুকান্ত সোম

পরাধীনতার স্বাদ নিতে ফিরবে তুমিও...

তোমার অপ্রাপ্তি বোধের উপশম আমায় হতে বল না, 
আজ হতে তুমি স্বাধীন, দয়া করে পরাধীনতার স্বাদ নিতে এসো না প্রিয়।
মুক্ত বিহঙ্গের কষ্ট কম নয়,
কোথাও আদুরে মাখা কথার অভাবে উড়তে ভুলো না। 
সম্মুকে বিশাল আকাশ দেখে পথ হারিয়ো না,
 মেঘের দলে নিজেকে হারানোর উপায় খুজোনা।
যে মনকে আজ ক্ষত বিক্ষত করেছ,  
সে মনের উপরের খোলসের ঘ্রানে মত্ত হইয়ো না। 
আমার মন কে বাজিয়ে, প্রানকে ওষ্টাগত করে পরাধীনতার স্বাদ নিতে আর ফিরে এসো না। 
আমি জানি স্বাধীনতার যে আকাশ তোমাকে গ্রাস করেছে  
অপ্রাপ্তি বোধের যে অবকাশ হৃদয়ে জেগেছে,  তা ক্ষণিক।
দেহের ঘ্রান, পরাধীনতার ঘ্রানে ছুটে আসবে।  
সেদিন অট্ট হাসিতে ফেটে পড়বো,
আমি বলেছিলাম পুর্ণ স্বাধীনতায় প্রেমের দুর্দশা বাড়ে।
তুমি বিশ্বাস করোনি প্রিয়,
কিছুটা পরাধীনতার স্বাদ নিতে ফিরবে তুমিও, 

Comments

    Please login to post comment. Login