গ্রামের স্কুলে পড়ে রাহাত আর সায়েম। দুজনের বয়স সমান, আর পড়াশোনাতেও তারা ছিল খুব ভালো। সবচেয়ে বড় কথা—তাদের বন্ধুত্ব ছিল অটুট। একসাথে স্কুলে যাওয়া, খেলাধুলা করা, নদীতে সাঁতার কাটা—সবকিছুতেই তারা ছিল অবিচ্ছেদ্য।
একদিন স্কুলে বড় পরীক্ষা হল। সায়েম হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরীক্ষার দিন ভীষণ জ্বর। সবার ধারণা—সে হয়তো পরীক্ষায় বসতেই পারবে না। কিন্তু রাহাত সারারাত তার পাশে থেকে পড়াশোনায় সাহায্য করে। সকালে তাকে স্কুলে নিয়ে যায়, নিজের হাতের টিফিনও খেতে দেয়।
ফলাফল বের হলে দেখা গেল—সায়েম খুব ভালো নম্বর পেয়েছে। সবাই অবাক হয়। সায়েম কান্নাভেজা চোখে রাহাতকে বলে—
“তুই না থাকলে আমি কিছুই করতে পারতাম না। তুই শুধু বন্ধু না, তুই আমার আপনজন।”