Posts

কবিতা

✨ আমি মানুষ ✨

August 27, 2025

Shahriyar Himel

Original Author shahriyar himel

Translated by ✨ আমি মানুষ ✨

150
View

আমি মানুষ, ছোট্ট প্রাণ,
ভালো-মন্দ নিয়ে বাঁচি প্রতিদিন।
ভুল করি, শিখি আবার,
আলো খুঁজি অন্ধকারে বারবার।

আমি মানুষ, স্বপ্ন দেখি,
হাসি-কান্নায় জীবন রেখি।
ভালোবাসি, কাঁদি মাঝে,
আশার আলো খুঁজি আজও।

আমি মানুষ, তবু বড়,
হৃদয় ভরা ভালোবাসার ভর।
ভালো করলে রাখি চিহ্ন,
খারাপ হলে শোধাই ঋণ।

আমি মানুষ, তাইতো চাই—
মানুষ হয়ে পাশে দাঁড়াই।
ভালোবাসাই আমার শক্তি,
মানবতাই আমার মুক্তি।

Comments

    Please login to post comment. Login