একটি নগ্ন ফুল পৃথিবীকে যতখানি সৌরভ কিংবা সৌন্দর্য প্রদান করে,
কলি সেখানে সুপ্ত।কলির ভেতরে থাকা সৌন্দর্য পৃথিবী স্বীকার করতে চিরকাল কিংকর্তব্যবিমুঢ়,
না সম্ভবত অপ্রস্তুত কিংবা অজ্ঞ।
সৌন্দর্য আবিস্কার করতে গিয়ে মানুষ অজ্ঞতার পরিচয় দিয়ে এসেছে তার প্রমাণ গাছের প্রতি অবহেলা।
যত্ন না নিলে বংশগতির বাহকও তীব্র গতিতে কুন্ডলী পাকায়।
আমি কেবল প্রকৃতি হয়ে আপেক্ষিকতা প্রদর্শন করি-
আর উপমা দেই।