Posts

নিউজ

গুলশানে কবি আল মাহমুদ পাঠাগার চালু

August 27, 2025

নিউজ ফ্যাক্টরি

79
View

বাংলা সাহিত্যের শক্তিমান কবি আল মাহমুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে নির্মিত ‘কবি আল মাহমুদ পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে। 

২৬ আগস্ট গুলশানের শহীদ তাজউদ্দীন আহমদ পার্কে একটি অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত এ পাঠাগার উদ্বোধন করা হয়।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। বিশেষ অতিথি ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, কবিকন্যা মীর আতিয়া, কবিপুত্র মীর মোহাম্মদ মনির ও সাংবাদিক-গবেষক আবিদ আজম। 

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ঢাকায় জমির ব্যবহার নিয়ে বড় সংকট রয়েছে। ওপেন স্পেসকে কীভাবে বহুমুখী কাজে ব্যবহার করা যায় তা বিবেচনায় নিয়ে জনপরিসরে লাইব্রেরি স্থাপনের কাজ করছে ডিএনসিসি।

এ ধরনের লাইব্রেরি শিশু-কিশোরদের পাঠাভ্যাস গড়ে তুলবে এবং সময়ের সঙ্গে সঙ্গে এসব লাইব্রেরি একেকটি প্রতিষ্ঠান হিসেবে বিকশিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।  

এদিকে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, শুধু লাইব্রেরি তৈরি করলেই চলবে না, বরং  লাইব্রেরি পরিচালনার জন্য একটি টেকসই কাঠামো গড়ে তুলতে হবে। আল মাহমুদ নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম প্রধান কবি। তিনি এ অঞ্চলের সাধারণ মানুষের যাপিত জীবনকে অসাধারণভাবে কবিতায় প্রকাশ করেছেন।

Comments

    Please login to post comment. Login