বহুদিন ধরে খেয়াল করছি—কেউ সামান্য ভালো কিছু করার চেষ্টা করলেই কিছু মানুষের পেটে যেন আগুন জ্বলে ওঠে।
‘এটা না করে ওটা করলে ভালো হতো’,
‘এটার চাইতে ওটা অনেক ভালো’—
এমন সব আঙুল তোলার মহড়া চলে অবিরাম।
মজার বিষয় হলো—এরা নিজেরা কিছুই করে না। অথচ অন্য কেউ করলেই বেজায় অস্বস্তি শুরু হয়।
যেন পৃথিবীর একমাত্র দায়িত্ব—অন্যের চেষ্টা খাটো করে দেখা।
একজন বুদ্ধিমান মানুষ একদিন মজা করেই বলেছিলেন—
‘আগে নিজের পশ্চাদপদ ধৌতকর্মটা সেরে নিন, তারপর অন্যের শৌচকার্য্যে কেমন চলছে সেটা বিচার করুন।’
সেখানে-সেখানে হঠাৎ সুশীলতার খোলস পরে নামার দরকার নেই।
কারণ সুশীল সাজা সহজ, কিন্তু আসল কাজ করা কঠিন।
আর কাজ না করেই যারা জ্বলে মরে—তারা আসলে চরম একেকটা... ইডিয়ট! 😑 (y