Posts

চিন্তা

প্রাকৃতিক পথেই হোক পেটের শান্তি, হাড়ের সুরক্ষা...

August 28, 2025

Chameli Akter

121
View

খাওয়ার পর বুকজ্বালা করছে? চট করে একটা গ্যাসের ঔষধ খেয়ে নিচ্ছেন?
তাহলে মনোযোগ দিয়ে পোস্টটি পড়ুন। আর শেয়ার করে দিন।

🐯গ্যাস্ট্রিকের ওষুধ খেলেই হিপ ফ্র্যাকচারের ঝুঁকি🐆

আমরা অনেকেই পেটে একটু অস্বস্তি হলেই গোগ্রাসে খেয়ে ফেলি—
🪷 সেকলো, ম্যাক্সপ্রো, ওমিপ, লোসেকটিল...

এসব ওষুধ মূলত PPI (Proton Pump Inhibitor) গ্রুপভুক্ত—
√ Omeprazole
√ Esomeprazole
√ Lansoprazole

---

★ জানেন কি?

⚱️ BMJ জার্নালে প্রকাশিত গবেষণা বলছে –
🩹 যারা ২ বছরের বেশি সময় ধরে এসব ওষুধ খান, তাদের হিপ ফ্র্যাকচারের ঝুঁকি ৫০% বেড়ে যায়!
🔑বিশেষ করে মেনোপজ-পরবর্তী নারীদের মধ্যে এই ঝুঁকি ভয়াবহ।
🚬 যারা ধূমপান করেন, তাদের জন্য ঝুঁকি আরও বেশি।

👑 গবেষণা পরিচালনায় ছিলেন বোস্টনের Massachusetts General Hospital-এর গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. হামিদ খলিলি।

🦁 দীর্ঘমেয়াদে PPI সেবনে ঝুঁকি:

▪️ হাড় ক্ষয় ও ক্যালসিয়াম শোষণে ব্যাঘাত
▪️ Vitamin B12 ঘাটতি → স্মৃতিভ্রংশ
▪️ কিডনির সমস্যা, সংক্রমণ
▪️ পাকস্থলীর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত

💡গ্যাস্ট্রিক, এসিডিটি, বুকজ্বালা ও হজম সমস্যা হলে নিচের হোমিও ঔষধগুলো চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা যায়:

☸️ Nux Vomica 30

→ অতিরিক্ত খাওয়াদাওয়া, ধূমপান/চা-কফি অভ্যেসে গ্যাস্ট্রিক হলে

♊ Robinia Q

→ তীব্র অ্যাসিডিটি, বুকজ্বালা, গলা পুড়ার মতো অনুভূতি হলে

☢️ Carbo Veg 30

→ পেট ফুলে যাওয়া, গ্যাস আটকে থাকা, হজম না হলে

☯️ Lycopodium 30

→ বিকেলের দিকে গ্যাস বেশি, পেট ফাঁপা, অল্প খেয়েও পেট ভরা মনে হলে

★চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের এলোপ্যাথি ওষুধ (PPI) খাবেন না।
★ পেট ভালো রাখতে খাবার, ঘুম ও ব্যায়ামের দিকে মন দিন।

---

হোমিওপ্যাথি প্রাকৃতিক চিকিৎসা তাই প্রাকৃতিক পথেই হোক পেটের শান্তি, হাড়ের সুরক্ষা.....

Comments

    Please login to post comment. Login