আমার প্রেমে পড়া - ২
আমার প্রেমে পড়া - ১ কাহিনী পড়ে একজন ভদ্রলোক খুব আহত হয়েছেন।
কারন, তার ধারনা কিশোরীবেলায় আমি শুধু তারই প্রেমে পড়েছিলাম। সম্ভবত এই বিষয়টিতে উনি এখন গর্ববোধ করেন।তাই প্রেমে পড়া -১ এই কাহিনী পড়ে উনি হিনমন্যতায় ভুগতে শুরু করেছেন।
উনার দুঃখ টের পেয়ে ইনবক্সে নক দিয়ে বললাম
- প্রেমে পড়া -১ এ যার কথা লিখেছি তার প্রতি আসলে ক্ষনস্থায়ী অনুভূতি ছিলো। যাকে বলে infatuation ।কোন কোন মানুষের প্রতি এক ধরনের মুগ্ধতা তৈরি হয় যাকে আধুনিক যুগে ক্রাশ খাওয়া বলে। এগুলা বেশীদিন টিকে না। Short lived emotion. অতএব আপনার দুঃখিত হবার কোন কারন নাই।
উনি অভিমান করে বললেন
- তুই মনে হচ্ছে বিরাট বড় প্রেম বিশেষজ্ঞ হয়ে গেছিস ?
বললাম
- জ্বি, চুলা ঠ্যালার পাশাপাশি আমি মানব মন নিয়ে কিঞ্চিত পড়ালেখা করি। আপনাকে বিনামূল্য আরো কিছু জ্ঞান দেই শুনেন মনোযোগ দিয়ে।
বল শুনি
- প্রেমে পড়া জিনিসটা খুব হাল্কা ধরণের অনুভুতি।এই কথাটার গভীরতা খুব বেশী না। সহজেই কাউকে বলে ফেলা যায় আমি আপনার প্রেমে পড়ে গেছি।
কঠিন হচ্ছে ভালোবাসি বলা। আমি তোমাকে ভালোবাসি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামী বাক্য। চাইলেই কাউকে বলে ফেলা যায়না।অনুভুতি খুব গভীর না হলে এটা মুখ দিয়ে বের করা কঠিন।
প্রথম পর্বে যার কথা লেখা তার প্রতি ছিলো মুগ্ধতা, আর আপনার প্রতি ছিল ভালোবাসা। বুঝেছেন?
- ভদ্রলোক তাতেও খুশী হলেন না। বললেন, উনি খুব মনোকষ্টে আছেন।
আমি এবার নিরুপায় হয়ে বললাম
- আরে ভাই। শুধুমাত্র বয়স এগারো বছরের ছোট বলে যখন আপনি আমাকে পিচ্চি পিচ্চি বলে ডেকে টুপ করে আরেকজনকে বিয়ে করে ফেললেন, তখন আমার যে দুঃখ হয়েছিলো তার তুলনায় আপনার দুঃখ নস্যি। So chill.
এতবড় ছ্যাকা দেওয়ার পরেও আপনাকে যে ফ্রেন্ডলিস্টে রাখা হইসে এইজন্য নফল নামাজ পড়বেন।
যাই হোক, আমার মনে হচ্ছে আমার প্রেমে পড়া কাহিনী বেশী লেখা যাবে না। এতে ট্রয় এর মত কোন নগরী ধ্বংস না হলেও আমাদের আত্মীয়দের মধ্যে গৃহযুদ্ধ লেগে যেতে পারে। এবং আমার সংসারেও যেকোন মুহূর্তে আগুন লেগে যেতে পারে।
তবে শুরু যখন করেছি জীবনের রিস্ক নিয়ে আর দুই একটা লিখে ফেলি।
এই ভদ্রলোক ছিলেন আমার জীবনের প্রথম সিরিয়াস প্রেম।মোটামুটি বোধবুদ্ধি হবার পরেই উনার প্রেমে পড়ি আমি।এবং মুখে বলার সাহস না হলেও আকারে ইঙ্গিতে বোঝাতে সফলও হই।
কিন্তু, আমি তখন ১৫ বছরের নবম শ্রেনী পড়ুয়া আর উনি ২৬ বছরের চৌকশ সেনা কর্মকর্তা বলে আমার ভালোবাসার ব্যপারটা উনি উপভোগ করলেও গ্রহন করেন নাই।
তাতে কে জিতেছে আর কার লস হয়েছে সেই হিসেবে না যাই। তবে কিশোরী বেলায় ব্যপারটা খুব কষ্টের ছিলো আমার কাছে।এত অসহায় লাগতো, আবুল হাসান এর সেই কবিতার মত
অতটুকু চায়নি বালিকা!
অত হৈ রৈ লোক, অত ভীড়, অত সমাগম!
চেয়েছিল আরো কিছু কম!
একটি জলের খনি
তাকে দিক তৃষ্ণা এখনি,
চেয়েছিল একটি পুরুষ তাকে বলুক রমণী!
এখন খুব শকিং একটা ইনফো দিয়ে লেখা শেষ করি।
প্রেমে পড়া - ১ আর প্রেমে পড়া -২ এর ব্যক্তিদ্বয় একে অপরের আপন খালাতো ভাই। 🙊
কি করব ? বয়স ছিলো কম, দুনিয়া ছিলো ছোট।
হাতের কাছে যা ছিল তারই তো প্রেমে পড়ব।নাকি ? 🙄