নারি তুমি নিজের বাড়ির
রাজকণ্যা বটে,
বাপের বাড়ির মাছের মাথা
ভাইয়ের পাতেই জুটে।
তুমি নাকি স্বামীর বুকের
এক আকাশ প্রেম,
পরের ঘরের মেয়ে বলে
খেলে কতো গেইম।
ভালবাসার মানুষ গুলোর
রক্ষা করো মন,
কেউ খুঁজে না এই অভাগীর ,
কারে প্রয়োজন।
মা হওয়ার নামে তোমার
শতো যন্ত্রনা,
বিনিময়ে পাইলা শুধু,
মিথ্যা সান্তনা।
এতো কষ্টের পরে যখন,
হইলা তুমি মা,
নারি ছেড়া ধনেরাও
কষ্ট বুঝলো না।
অবশেষে পাইনা খুঁজে
তোমার বাড়ি কই?
বাপের বাড়ি,বরের বাড়ি
কেউ তো আপন নই।
একটা ঠাঁই হবে গো তোমার
মরার পরে,
আহারে নাড়ি কপাল পুড়ি,
যাবে কবরে।।
57
View
Comments
-
Fatema Akhter
3 months ago
প্লিজ তোমরা কবিতাটা পড়ো