যখন প্রভাতে
শরতের নির্মল আকাশের দিকে তাকিয়ে
বুক ভরা নিঃশ্বাস নিতে মন চায়,
তখন মনটা অনাবিল আনন্দে ভরে যাওয়ার কথা,
কিন্তু কেন যেন এক অদৃশ্য বেদনায়
মনটা বলে ওঠে তুমি কোথায়
শরতের আকাশ এতটাই নির্মল
যখনই তাকাই তখনই
তোমার কথা মনে করে দেয়
কেমন আছো জানিনা
হয়তো ভালো আছো
হয়তো শত ব্যস্ততার মাঝে
তোমার ভালো লাগার মুহূর্তটুকু
হারিয়ে গেছে বাস্তবতার মুখোমুখি হয়ে।
কল্পনা মানুষের এক অদ্ভুত জিনিস
হাজার হাজার কিলো দূরের মানুষকে
এক মুহূর্তে কাছে এনে দেয়
খুব কাছে ডেকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে
তুমি কেমন আছো?
শরতের ভোরের আকাশ কে মনে হয়
যেন তুমি নীলাম্বরী শাড়ি পড়ে দাঁড়িয়ে আছো
উদীয়মান সূর্যকে মনে হয় তোমার কপালের লালটিপ।
আর নুপুর পরা পা দুটিকে মনে হয়
পদ্ম আসনে বসে আছো।
তারপর আবার বাস্তবতা
শত শত মানুষের হুড়োহুড়ি চিৎকার
শহরের শত শত গাড়ির হুইসেল
মুখে একটু কৃত্রিমতার হাসি
প্রতিনিয়ত অভিনয়ের আশ্রয় নিয়ে বলে যাচ্ছি
ভালো আছি আমি
ভালো থেকো তুমি ।